i am a good boy. আমি কে?? আমি নিজেই জানি নাহ... কি আর বলবো?? আসলে কেউ কাউকে জানে নাহ... জানতেও পারবে নাহ কোনদিন... মানুষ যেদিন পুরোপুরি নিজেকে জানতে পারবে সেদিন সৃষ্টির সব রহস্য ফুরিয়ে যাবে!! এ বিশ্বজগৎ সেদিন তার প্রয়োজনীয়তা হারাবে... হাজার বছর ধরে মানুষ জানার চেষ্টা করছে... আর আমার তো দুদিনের জীবন...*_* . আমি এক পথভ্রষ্ট মানবসত্তা... কিংবা পাপের বোঝায় কুঁজে যাওয়া নষ্ট এক পাপসত্তা... ভেতরে মানবিকতা বলে কোন বস্তুই নেই... একা এক নিসঙ্গ গাঙ্গচিল... বন্ধুত্বের পরীক্ষায় গোল্লা... তাই কোন বন্ধু নেই... খুবই অসামাজিক... একান্তই আমার মত... মানুষকে ভালোবাসি আমার মত করে... ঘৃণাও করি আমার নিজস্ব স্টাইলে... তাই অনেকে আমার ভালবাসাকে ঘৃণা ভেবে ভুল করে আবার ঘৃণাকে ভাবে ভালোবাসা(!) আমি মনে রাখি আমার মত করে.... কিন্তু যাদের মনে রাখি কিংবা গভীর রাতে মোমের আলো জ্বালিয়ে স্মরণ করি তারা কেউ জানতেও পারে নাহ... না জানাই ভালো... জানালে দুর্বলতা প্রকাশ পেয়ে যায়... ঘটা করে জানিয়ে কাউকে মনে রাখা একটু সাজানো লাগে.... . আমি বেচে থাকি আমার কল্পনা নিয়ে... অনেকটা অক্সিজেনের মত... আর কল্পনাগুলা এতই বাস্তব যে মাঝে মাঝে বাস্তবতার সাথে আলাদা করতে পারি নাহ... . এক কথায় আমি এক সাইকো.... আমার কাছে কেউ এসো না... ঘেসো না আমার কাছে.... পতঙ্গ জেনে বুঝেই ঝাপ দেয় আগুনে... নিজেকে পতঙ্গদোষে দোষী করো নাহ... জ্বলে পুড়ে ছাইভস্ম হয়ে যাবে.... আমার মানে খুঁজতে গেলে নিজেকেই হারিয়ে ফেলবে... একা যে সে একাই থাকবে.... এটাই পৃথিবীর নিয়ম... কাছে এলে সব হারাবে...দূরে থাকাই ভালো (!!)
Follow